January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 6th, 2022, 7:39 pm

নতুন ছবি নিয়ে হলে ফিরছেন মৌসুমী

অনলাইন ডেস্ক :

কয়েক মাস আগেই নিজের সংসার ভাঙনের খবরে শিরোনামে আসেন চিত্রনায়িকা মৌসুমী। তবে সমালোচকদের জল্পনা-কল্পনাকে ভুল প্রমাণ করে কাজে সরব হয়েছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় আসছে মাসে নতুন ছবি নিয়ে হলে ফিরছেন তিনি। আগামী ৪ নভেম্বরে মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’ ছবিটি মুক্তি পাচ্ছে। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌমুমী ও ফজলুর রহমান বাবু। জানা গেছে, চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে। গল্পে উঠে এসেছে একটি পুরনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালি, ভিখারি, পকেটমার, যৌনকর্মী, দালাল, মাদকসেবীসহ কতিপয় ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা। ছবিটিতে একজন বংশীবাদকের ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ঘর-সংসারহীন একজন ভাসমান মানুষ সে। অন্যদিকে চুড়িওয়ালি জুলির চরিত্রে অভিনয় করেছেন মৌমুমী। মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, ‘ভাঙন চলচ্চিত্রের গল্প মানবজীবনের গভীরতাকে স্পর্শ করবে। ছবিটির গল্পে মানুষের বয়স, দারিদ্রতা ছাপিয়ে প্রেম-প্রতারণা আসবে। এক কথায় কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন। ছবিটিতে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী, তাবিব শাহেদ, রেজাউল রাজু, বুলবুল আহমেদ জয়, চাঁন মিয়া সিকদার, এস এম রাশেদ, আনিসুর রহমান, আসকার পাইন, রাশেদ রেহমান, আবদুর রাজ্জাক খোকন, শিশুশিল্পী রাণী, মির্জা সাখাওয়াৎ হোসেন প্রমুখ।