অনলাইন ডেস্ক :
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে এবার মেক্সিকোর পুমাস উনাম ক্লাবে নাম লেখাচ্ছেন ব্রাজিলের দানি আলভেস। চলতি দলবদলের উইন্ডোতে মেক্সিকান ক্লাবে সবচেয়ে বড় তারকা হতে চলেছেন ৩৯ বছর বয়সী এ তারকা ডিফেন্ডার। দানিকে দলে নেওয়ার অগ্রিম আভাস দিয়ে পুমাসের পক্ষ থেকে টুইটবার্তায় লেখা হয়েছে, ‘দানি আলভেস, আমরা তোমার অপেক্ষায় রয়েছি।’ খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের চুক্তিতে পুমাসে যাচ্ছেন দানি। চুক্তিতে এই মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হবে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলার দানি আলভেস। নিজের পুরো ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলে ৪৪টি শিরোপা জিতেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনা, সেভিয়া, জুভেন্টাস ও প্যারিস সেইন্ট জার্মেইর মতো ক্লাবগুলোর জার্সিতে খেলেছেন দানি আলভেস।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম