অনলাইন ডেস্ক :
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এবার তিনি ফের নিজের কাঁধে নিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পী বের করার দায়িত্ব। চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৭’র বিচারকের আসনে বসলেন খ্যাতিমান এই সংগীতশিল্পী। এতে আরও দুই বিচারক ছিলেন রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আধুনিক গানের আরেক জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী। এই তিন বিচারক সিজন ৭’র বর্তমানে টিকে থাকা ৩৭ জন প্রতিযোগীর মধ্য থেকে পর্যায়ক্রমে বের করে আনবেন মুকুট বিজয়ীকে। গত সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই ৩৭ জনকে নিয়ে মূল পর্বের ধারণ।
এদিন চ্যানেল আই কার্যালয়ে কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এসে পৌঁছালে তাকে স্বাগত জানান চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। এরপর তাকে সঙ্গে নিয়ে স্টুডিওতে প্রবেশ করেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন। স্টুডিওতে প্রবেশের সঙ্গে সঙ্গে সেরাকণ্ঠ এই সিজনের ৬ প্রতিযোগী তার বিখ্যাত গান ‘অনেক বৃষ্টি ঝরে’ পরিবেশন করেন। গান শেষে রুনা লায়লা অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি মুগ্ধ, এত সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরে। আমি কথা দিলাম সব সময় সেরাকণ্ঠ প্রতিযোগিতার সঙ্গে থাকবো। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। সেরাকণ্ঠ উপস্থাপনা করছেন শান্তা জাহান। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায়।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত