January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 7:42 pm

নতুন দায়িত্ব পেতে পারেন সাবেক অধিনায়ক ইউনিস

অনলাইন ডেস্ক :

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়ে আসার পর বেশ কিছু নতুন পদ তৈরির পরিকল্পনা করছেন। এতে সাবেক অধিনায়ক ইউনিসও নতুন দায়িত্ব পেতে পারেন। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। এ বছরের জুনে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তিনি সিরে দাঁড়ান। কয়েকদিন আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় বোর্ড প্রধান রমিজ ও সাবেক পেসার আকিব জাভেদের মধ্যে। পাকিস্তানি ক্রিকেটের উন্নয়নে তৃণমূল পর্যায়ে পিসিবির সভাপতিকে মনোযোগ দিতে পরামর্শ দেন আকিব। সম্প্রতি দেশের ক্রিকেট একাডেমিগুলোতে মনোনিবেশ করার পরামর্শ দেন। তবে পিসিবিতে যোগ দিতে দ্বিধান্বিত আকিব। তিনি মনে করেন, লাহোর ক্লান্দার্সের সাথে ভালো আছেন। এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের প্রধান কোচ হতে পারেন সাকলাইন মুশতাক। বর্তমানে লাহোরের ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টারে আন্তর্জাতিক খেলোয়াড়দের উন্নয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৪ বছর বয়সী সাকলাইন।বিশ্বকাপের জন্য আগামী ১৫ অক্টোবর লাহোর থেকে দুবাই রওনা হবে পাকিস্তান ক্রিকেট দল। ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে।