নিজস্ব প্রতিবেদক:
নতুন একটি ধারাবাহিক নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। খুব শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে তার অভিনীত ‘বউ দৌড়’ শিরোনামের এ নাটকটি। এতে মোশাররফ ছাড়া আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, শতাব্দী ওয়াদুদ ও শামীম জামানসহ অনেকে। মানস পালের গল্পে এটি পরিচালনা করেছেন সামস করিম। পারিবারিক আবহে ধারাবাহিকটির গল্প বলে জানান নির্মাতা। নাটকটি নিয়ে মোশাররফ বেশ আশাবাদী বলেও জানান।
আরও পড়ুন
মধুমিতায় সিনেমা প্রদর্শণী বন্ধ
আর্থিক সহায়তা নয়, ফরিদার পরিবার চায় উন্নত চিকিৎসার দায়িত্ব নিক রাষ্ট্র
লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা