January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 15th, 2021, 7:24 pm

নতুন ধারাবাহিকে মোশাররফ করিম

নিজস্ব প্রতিবেদক:

নতুন একটি ধারাবাহিক নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। খুব শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে তার অভিনীত ‘বউ দৌড়’ শিরোনামের এ নাটকটি। এতে মোশাররফ ছাড়া আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, শতাব্দী ওয়াদুদ ও শামীম জামানসহ অনেকে। মানস পালের গল্পে এটি পরিচালনা করেছেন সামস করিম। পারিবারিক আবহে ধারাবাহিকটির গল্প বলে জানান নির্মাতা। নাটকটি নিয়ে মোশাররফ বেশ আশাবাদী বলেও জানান।