January 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 7:46 pm

নতুন নাটক মঞ্চে আনছে প্রাচ্যনাট

অনলাইন ডেস্ক :

বছর শেষে নতুন নাটক মঞ্চে আনছে জনপ্রিয় নাটকের দল প্রাচ্যনাট। নাটকটির নাম ‘আগুনযাত্রা’। ভারতের নাট্যকার মহেশ দাত্তানি’র লেখা ‘সেভেন স্টেপ এরাউন্ড দ্য ফায়ার’ থেকে অনুবাদ করেছেন শহীদুল মামুন। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন আজাদ আবুল কালাম। প্রাচ্যনাট নাট্যদরের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’। নাটকটি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। জানা গেছে, ১১ ও ১২ ডিসেম্বর নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুধু আমন্ত্রিতদের জন্য উদ্বোধনী মঞ্চায়ন হবে। ‘আগুনযাত্রা’য় আছেন শাহেদ আলী, কাজী তৌফিকুল ইসলাম, চেতনা রহমান, শারমিন আক্তার, আবদুর রহিম খান, রকি খান, তানজি কুন, শওকত হোসেন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার প্রমুখ। নেপথ্যের কলাকুশলীদের মধ্যে আছেন সাইফুল ইসলাম (মঞ্চ ও আলো), রাহুল আনন্দ (সংগীত), স্নাতা শাহরিন (কোরিওগ্রাফি), আফসান আনোয়ার (পোশাক) এবং শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব (ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণ)।