Thursday, January 1st, 2026, 8:39 pm

নতুন বছরে তারকাদের নতুন ভাবনা

ছবি: সংগৃহীত

 

২০২৫ সালকে বিদায় জানিয়ে আজ শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর মানেই নতুন স্বপ্ন দেখা। নতুন বছর নিয়ে শোবিজ অঙ্গনের তারকাদেরও থাকে নানা ভাবনা। পাঠকদের জন্য দেশের শীর্ষ কয়েকজন তারকার নতুন বছরে নতুন ভাবনা নিয়ে এ আয়োজন।

জেমস
নতুন বছরে আমার ভক্তদের জন্য শুভেচ্ছা রইল। নতুন বছরে আমার প্রত্যাশা একটু বেশি। আমি সংস্কৃতিবান্ধব সমৃদ্ধির এক বাংলাদেশ চাই। আমাদের গান ও সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। গত বছর গান নিয়ে আমার অনেক ব্যস্ততা ছিল। আমি দেশ এবং দেশের বাইরে অনেক কনসার্টে অংশ নিয়েছিলাম। আমার বিশ্বাস নতুন বছরে বেশি বেশি কনসার্ট হবে দেশ এবং দেশের বাইরে। সব শিল্পী ভালো থাকবে। দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বপ্নপূরণ হবে।

জয়া আহসান
আমি তো পরিকল্পনা করে কিছু করি না। কারণ পরিকল্পনা করে কিছু করলে সেটা অনেক সময় হয় না। আমি চাই এ বছর সবাই ভালো কাজ করুক। নতুন বছর একটা আনন্দময় জার্নি হোক সবার। আমার ভক্তদের উদ্দেশে বলতে চাই আপনারা নতুন বছরে সবাই সিনেমা হলে এসে আমার সহ সবার সিনেমা দেখুন। নতুন বছর সবার মনের মতো হোক। কাজের ক্ষেত্রে বলতে গেলে গত বছরটা আমার বেশ ভালোই কেটেছে। আর যদি বলি গত বছর মানুষ তো একটা রোলার কোস্টারে উঠেছিল। এ জন্য স্বাভাবিক কাজের গতি কিছুটা থেমে ছিল। আশা করি নতুন বছরে সব ঠিক হয়ে যাবে।

রুনা খান
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। অভিনয়শিল্পী হিসেবে নতুন বছরে প্রত্যাশা থাকবে, যেন ভালো কাজের সুযোগ পাই। অভিনেত্রী হিসেবে আমাকে সমৃদ্ধ করবে—এমন কাজ করতে চাই। দেশের সাংস্কৃতিক অঙ্গনটা আরও সমৃদ্ধ, আরও কর্মমুখর হয়ে উঠুক।

আজমেরী হক বাঁধন
নতুন আশা ও স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু হবে। গত বছরটা বেশ ভালো গেছে। বেশ কিছু ভালো কাজে সম্পৃক্ত হতে পেরেছি। আশা করছি নতুন বছরে সেগুলো সবাই দেখতে পারবেন। নতুন বছরে কয়েকটি কাজের সঙ্গে যুক্ত হওয়ার কথা চলছে। সব মিলিয়ে কাজের দিক থেকে ২০২৬ সালটা আমার জন্য খুব এক্সাইটিং হতে যাচ্ছে। এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পর একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে পরিস্থিতি ভালো হবে। সাংস্কৃতিক অঙ্গনে সুবাতাস বইবে।

আব্দুন নূর সজল
২০২৫ সাল খুব ভালোভাবে কেটেছে। আমি আসলে পরিবারকেন্দ্রিক। বাসার মানুষজন, আশপাশের সবাই সুস্থ ও সুন্দর আছেন। এটা দেখতে পেরে খুশি। কাজের জায়গা নিয়ে বললে, গত বছর দারুণ কেটেছে। দর্শকদের ভালোবাসা পেয়েছি। নতুন কিছু কাজ করেছি, যে কাজগুলো আমার খুব পছন্দের। আশা করছি, নতুন বছরে সেই কাজ নিয়ে দর্শকের সামনে আসতে পারব।

বিদ্যা সিনহা মিম
নতুন বছরটা কাজের মধ্যে থাকতে চাই। আশা করছি ২০২৬-এ বেশ কিছু সিনেমার কাজ করব। সেভাবেই কথাবার্তা এগোচ্ছে। গত বছর সিনেমার কাজ কম হওয়াতে পর্দায় আমার উপস্থিতি ছিল না। অন্যদিকেই বেশি মনোযোগী ছিলাম। তবে নতুন কাজে যুক্ত হয়েছি। আশা করছি নতুন বছরে সিনেমা নিয়ে ফিরতে পারব। দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও।

কনা
২০২৬ সাল নিয়ে অনেক আশা। আমার চাওয়া, যেন ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। কাজের ব্যাপারে বলি, আমি কখনোই পরিকল্পনা নিয়ে কাজ করি না। নির্দিষ্টসংখ্যক গান গাইতে হবে, এমন ভাবনা কখনো ভাবি না। গত বছর দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। তাঁদের কাছে কৃতজ্ঞ। দর্শকদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করব।

জোভান
নতুন বছরে আরও ভালো কাজ করতে চাই। এমন সব কাজে যুক্ত হতে চাই, যেন মানুষের মনে নিজের জায়গাটা ধরে রাখতে পারি। আমার কিছু পরিকল্পনা আছে। বছরজুড়ে এমন কিছু কাজ করতে চাই, যেগুলো মানুষের মনে দাগ কাটবে। সেই পরিকল্পনায় এগোনোর চেষ্টা করব। কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা ধরে রাখতে চাই। এবার ব্যক্তিগত প্রসঙ্গ। ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না। নতুন বছরে নিশ্চয় পরিবারকে প্রপারলি সময় দিতে পারব।

এনএনবাংলা/