October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 5:03 pm

নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কারও দাসত্ব নয়, বরং স্বনির্ভর হতে হবে। এখন যে পরনির্ভরতার মধ্যে আছি, সেখান থেকে বেরিয়ে আসা ছাড়া বিকল্প নেই।

বুধবার (৮ অক্টোবর) এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন খাতের কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব জানান, বৈঠকে ভিসা জটিলতা নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে এবং বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে, দ্রুত সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, আইটি খাতে কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে। বৈঠকে দেশে দক্ষ জনশক্তি তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশে বিপুলসংখ্যক বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা শ্রমবাজারে অতিরিক্ত হয়ে পড়েছে। এ অবস্থায় সায়েন্সভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ এসেছে বৈঠকে।

এছাড়া প্রেস সচিব জানান, সরকার অতি শিগগিরই দেশের ৯টি রেজিম কোম্পানি অবসায়ন করবে।

আগামী ১২ অক্টোবর প্রধান উপদেষ্টা রোমে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং উচ্চপর্যায়ে একাধিক বৈঠক করবেন বলেও জানান প্রেস সচিব।

এনএনবাংলা/