October 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 4:51 pm

নতুন বিয়ে ও পুত্র সন্তানের বাবা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন জেমস

 

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা ফারুক মাহফুজ আনাম জেমস আবারও বাবা হয়েছেন। তবে খবরটি এতদিন গোপনই রেখেছিলেন তিনি। গত ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে স্ত্রী নামিয়া আমিনের কোলজুড়ে আসে ফুটফুটে এক পুত্রসন্তান। শিশুটির নাম রাখা হয়েছে জিবরান আনাম।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত বছরই বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা। ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় জেমস বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে।

নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। জেমসের সঙ্গে তার পরিচয় হয়েছিল ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। শুরুতে নামিয়ার কোনো ধারণাই ছিল না যে, যার সঙ্গে দেখা হচ্ছে, তিনি বাংলাদেশের রক লিজেন্ড জেমস! সেই পরিচয় থেকেই জন্ম নেয় প্রেম, আর এক বছর পর তা গড়ায় বিয়েতে।

ছেলের জন্মের পর এক প্রতিক্রিয়ায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেমস বলেন, ‘এ অনুভূতি সত্যিই অসাধারণ। কীভাবে প্রকাশ করব, ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।’

সন্তান জন্মের পর এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করেন জেমস ও নামিয়া। পরে পরিবার নিয়ে দেশে ফেরেন তারা।

প্রসঙ্গত, এটি জেমসের তৃতীয় বিয়ে। ১৯৯১ সালে তিনি মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী রথিকে বিয়ে করেছিলেন; তাদের বিচ্ছেদ হয় ২০০৩ সালে। প্রথম সংসারে রয়েছেন এক ছেলে ও এক মেয়ে। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন; সেই সম্পর্কের ইতি ঘটে ২০১৪ সালে। ওই সংসারে জেমসের একজন কন্যা সন্তান রয়েছে।

বর্তমানে ৬২ বছর বয়সী এই শিল্পী নতুন পরিবার ও নবজাতক নিয়ে সময় কাটাচ্ছেন।

এনএনবাংলা/