সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর একটি রূপরেখা (ফ্রেমওয়ার্ক) তৈরি করে যাবে অন্তর্বর্তী সরকার। তবে পূর্ণাঙ্গ পে-স্কেল চূড়ান্ত করা হবে পরবর্তী সরকারের সময়।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “পে কমিশনের কাজটা অত্যন্ত জটিল এবং স্বাধীনভাবে তারা কাজ করছে। সিভিল, সামরিক ও অন্যান্য খাতের তিনটি আলাদা রিপোর্ট পাওয়া গেলে তা রিকনসাইল করতে সময় লাগবে। তাই আমরা পুরো কাঠামো এখনই দিতে পারব কিনা কিছুটা অনিশ্চিত। তবে আমরা একটি ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, যাতে পরবর্তী সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।”
অর্থ উপদেষ্টা জানান, “সবচেয়ে বড় বিষয় হলো অর্থের সংস্থান। পে-স্কেল চূড়ান্ত করার আগে আমাদের বাজেট ও অন্যান্য খাতের ব্যয়ও বিবেচনায় নিতে হবে—বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন খাতে।”
সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিজেরাই নতুন পে-স্কেলের উদ্যোগ নিয়েছি। ৭-৮ বছর কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা চেষ্টা করছি। তাই একটু ধৈর্য ধরতে হবে। আগামী সরকার এ বিষয়টি অবশ্যই সিরিয়াসলি নেবে।”
এ সময় জাতিসংঘের তিন সংস্থার রিপোর্টে উল্লেখিত খাদ্য সংকট ও অপুষ্টি সমস্যা নিয়েও কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশে পরিস্থিতি ভয়াবহ নয়। আমরা খাদ্য মজুত নিশ্চিত করছি। নিরাপত্তার জন্য ধান ও চালের দাম কিছুটা বাড়ানো হয়েছে, যাতে কৃষক লাভবান হয় এবং বাজারেও ভারসাম্য থাকে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অক্টোবরে দেশে ৫৩২ দুর্ঘটনায় নিহত ৫২৮, আহত ১ হাজার ৩১০
‘ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকবে ডাকসু’