নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে তাদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাদের গ্রেপ্তার দেখান।
এর মধ্যে যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর ও জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায়, আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে মামলার শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়। এরপর কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও এন্টিটেরোরিজম ইউনিটের পরিদর্শক জাফর আল বিশ্বাস জুনায়েদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। প্রথমে আসামিদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে জুনায়েদ আহমেদ পলকের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আসামিদের এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা বুলু
তরমুজের বীজ খেলে যে উপকার পাবেন
স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ হতে পারে