অনলাইন ডেস্ক :
ছক ভাঙা সিনেমা করার কপিরাইট নিয়ে রেখেছেন বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। আয়ুষ্মান খুরানা মানেই পর্দায় ভিন্য স্বাদের সিনেমা। কম বাজেটের সিনেমাকেও কীভাবে বক্স অফিস সাকসেস করা যায়, তার জাদুকাঠি রয়েছে আয়ুষ্মান খুরানার হাতে। বড় পর্দায় আবার বড় চমক আনতে চলেছেন আয়ুষ্মান খুরানা। আনন্দ এল রাই-এর বহু অপেক্ষিত ‘অ্যাকশন হিরো’ সিনেমাতে প্রধান চরিত্রে রয়েছেন আয়ুষ্মান খুরানা। এবার অবশ্য পরিচালকের আসনে আনন্দ নেই। আছেন অনিরুদ্ধ আইয়ার। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, লন্ডনের একাধিক লোকেশনে চলছে এই সিনেমার শুটিং। পর্দায় ফুটে উঠবে আইকনিক সব লোকেশন। ভারতের এই ‘অ্যাকশন হিরো’ সিনেমা যে ধুন্ধুমার কা- ঘটাতে চলেছে তা নাকি শুটিংয়ের বহর দেখলেই বোঝা যায়।অন্য ধারার সিনেমাতে কাজ করবেন বলে ভীষণ উচ্ছ্বসিত এই নায়ক। ‘অ্যাকশন হিরো’ সিনেমাতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সংবাদ মাধ্যমে আয়ুষ্মান বলেন, ‘এই প্রথম আমি লন্ডনে শুটিং করব কোনো সিনেমার জন্য। এত কাছ থেকে এমন একটা ঐতিহাসিক জায়গা দেখার সুযোগ পেয়ে সত্যি বলতে কি আমি ভীষণ এক্সসাইটেড। এই অ্যাকশন সিনেমার শুটিং ডিমান্ড করছিল কোনো এগজটিক লোকেশন। ভারতের বেশ কয়েকটি লোকেশনে সিনেমার শুটিং হবে। সেই সঙ্গে ইউকের একাধিক ছবির মতো লোকেশনে হবে এই সিনেমার শুটিং। আশা রাখছি, দর্শকের এই সিনেমা খুবই ভালো লাগবে।’ আয়ুষ্মান অভিনয় করেছেন একাধিক সিনেমায়। শুরু থেকে তিনি চেয়েছেন এমন কিছু সিনেমায় অভিনয় করবেন, যে সিনেমাতে ‘হিরো’ আসলে গল্প। যার বিষয়বস্তুর গুণ ছাপিয়ে যাবে সবকিছুকে। চিরাচরিত ছকের একটু বাইরে হাঁটতে চেয়েছিলেন বরাবর। প্রমাণ করতে চেয়েছিলেন মানুষ আসলে ভালো গল্প শুনতে চায়। আর কিছু চায় না। ‘অ্যাকশন হিরো’ সিনেমাটিও সে রকমই একটি। টিজারই তার প্রমাণ। তবে এই সিনেমাতে আয়ুষ্মানের বিপরীতে কাকে দেখা যাবে তা অবশ্য এখনও জানা যায়নি। তার শেষ সিনেমা মুক্তি পেয়েছে বাণী কাপুরের বিপরীতে ‘চ-ীগড় করে আশিকি’। এক ট্রান্সজেন্ডার নারীর প্রেমে পড়ার পর জীবনের নানা মোড়ের সম্মুখীন হওয়া, সত্যিটা মেনে নেওয়া… সব মিলিয়ে দুরন্ত দক্ষতায় প্রতিটি ইমোশন ফুটিয়ে তুলেছেন আয়ুষ্মান খুরানা। অভিনেতার পাশপাশি গায়ক হিসেবেও পরিচিত আয়ুষ্মান খুরানা। অনেক ভালো গান করেন এই অভিনেতা। নিজের অভিনীত বেশকিছু সিনেমাতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাজাতে পারেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত