January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 14th, 2021, 6:34 pm

নতুন রূপে হাজির বাঁধন

অনলাইন ডেস্ক :

ক’দিন আগেই কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের প্রথম সিনেমা হিসেবে কান উৎসবের অফিশিয়াল মনোনয়ন প্রাপ্তি ও প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ও বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। এরইমধ্যে মেলবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি। এদিকে বাঁধনের এই ছবিটির এমন সফলতার পর নতুন রূপে এবার দেখা মিলেছে তার। ওপার বাংলার সৃজিত মুখার্জি পরিচালিত ‘রবীন্দ্রনাথ কখনও এখানে খেতে আসেননি’ ওয়েব সিরিজে বাঁধন অভিনয় করেছিলেন আগেই। সেখানে কাজ করে পরিচালক সৃজিত ও টিম মেম্বারদের নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানান তিনি। ক’দিন আগে ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে দর্শকদের আগ্রহ ও কৌতূহলও বেড়ে গিয়েছিল। তবে এবার প্রকাশ্যে এলো পুরো সিরিজ। ভারতের ওটিটি প্ল্যাটফরমে হৈ চৈ তে সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে সিরিজটি। এ সিরিজটিতেও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সিরিজে তিনি একটি রেস্তরাঁর মালকিন। নাম মুশকান জুবেরী। এক রহস্যঘেরা চরিত্র এটি। ওয়েব সিরিজটিতে সিবিআই কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাহুল বোস। এ ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, রজত গঙ্গোপাধ্যায়, প্রদীপ মুখোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায় প্রমুখ। ওয়েব সিরিজটির গল্পে দেখা যায়, উপন্যাসের অন্যতম কেন্দ্রীয় চরিত্র নুরে ছফা সৃজিতের সৃষ্টিতে নাম পাল্টে হয়েছে নিরুপম চন্দ। একটি অন্তর্ধানের মামলার তদন্ত করতে সিবিআই-এর পোড় খাওয়া কর্মকর্তা নিরুপম কলকাতা থেকে সুন্দরপুর হাজির হয়। কয়েকমাস ধরে একই বয়সের কয়েকটি ছেলে হঠাৎ করেই সুন্দরপুর থেকে উধাও হয়ে যাচ্ছে। তাদের মধ্যে ক’জনকে শেষ দেখা গেছে মুশকানের রেস্তরাঁয়। নিরুপমের ধারণা, এই ঘটনাগুলোর সঙ্গে মুশকানের কোনো যোগাযোগ আছে। নিরুপমকে তার অনুসন্ধানে সাহায্য করে স্থানীয় পুলিশ ইনফর্মার আতর আলী। কিন্তু কে এই মুশকান? কোথা থেকে এসেছে সে? একাধিক প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় নিরুপম। একজন আধুনিক, সুশিক্ষিত, একাকী নারীর সঙ্গে স্থানীয় গোরখোদক ফালুর কি সম্পর্ক? ফালুর ওপর নজরদারি শুরু করে আতর। তার ঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে বেরোয় লুকিয়ে রাখা নরকঙ্কাল। এভাবেই রহস্য নিয়ে এগিয়ে যায় সিরিজের গল্প।