অনলাইন ডেস্ক :
এই সপ্তাহের শুরুতে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল। তার পরের দিন ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ছবির অফিশিয়াল ট্রেলার। ট্রেলারটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে পেছনে ফেলে ইউটিউবে রেকর্ড গড়েছে। প্রথম চব্বিশ ঘণ্টায় ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর ট্রেলার দেখা হয়েছে ৩৫৫.৫ মিলিয়ন বার। এটি ইউটিউবের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল ২৪ ঘণ্টায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ঝুলিতে। ২৪ ঘণ্টায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলার দেখা হয়েছিল ২৮৯ মিলিয়ন বার। ‘স্পাইডারম্যান’ চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। এই চরিত্রে অভিনেতার এটি তৃতীয় ছবি। ২৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ট্রেলারটি। তার আগেই ফাঁস হয়ে যাওয়ায় অফিশিয়ালি মুক্তির তারিখ পেঁচাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ‘স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’ ছবিতে টম হল্যান্ডের বিপরীতে দেখা যাবে জেনডায়াকে। ছবিতে ‘অট্টো অক্টাভিয়াস’ চরিত্রে দেখা যাবে অ্যালফ্রেড মলিনাকে। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম