নিজস্ব প্রতিবেদক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করেছিলেন। সময়ের স্রোতে দেশের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী তিনি। তার নাটক মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ। সমসাময়িক প্রায় সবার সঙ্গেই জুটি হয়ে কাজ করেছেন। তবে অপূর্ব-নিশোর নায়িকা হয়ে পেয়েছেন সবচেয়ে বেশি সাফল্য। সম্প্রতি এই অভিনেত্রী কোটি ভিউয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছেন। এরইমধ্যে তিশা অভিনীত ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। কোটি ভিউ স্পর্শ করা ২১টি নাটকের মধ্যে রয়েছে- অবুঝ দিনের গল্প, প্রেম ছবি, জীবন, ছেলেটা বেয়াদব, মোবাইল চোর, আমার প্রেম তুমি, খুঁজছি তোমায়, শুনতে কি পাও, মি এ- ইউ, অনলি মি, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, দ্য এন্ড, একবার বলো ভালোবাসি, ভালোবাসি তুমি আমি, হঠাৎ দেখা, ভালোবাসা তুই, কেমন যেন তুমি, তাকে ভালোবাসা বলে, শেষটা অন্যরকম ছিল এবং লটস অব লাফ (লল)। এ সাফল্যকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন তানজিন তিশা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘খুব আনন্দ হচ্ছে আমার নাটকের প্রতি দর্শকের এমন ভালোবাসা দেখে। ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। এটা দারুণ।’ এই অর্জনে তাকে সামনের দিনগুলোতে প্রেরণা যোগাবে বলেও মনে করেন তিশা। এজন্য দর্শকের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসার শেষ নেই। তিনি যোগ করেন, ‘দর্শকের জন্যই এতদূর আসতে পেরেছে। আমি সবসময় এই ভালোবাসাটা পেতে চাই।’ এদিকে তানজিন তিশা বর্তমানে রয়েছেন ঢাকার অদূরে রাঙ্গামাটিতে। সেখানে দুটি নাটকের শুটিং শেষে ফিরবেন। ঢাকায় ফিরে বেশকিছু নাটক এবং ওয়েবে অংশ নেবেন। এ ছাড়া শিগগিরই মুক্তি পেতে চলেছে তার নতুন ওয়েব ফিল্ম ‘লোহার তরী’।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম