অনলাইন ডেস্ক :
গত মৌসুমটা মোটেও ভালো যায়নি মার্কাস র্যাশফোর্ডের। নিজেকে হারিয়ে খুঁজেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। নতুন মৌসুমে নিজের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২৫ ম্যাচ খেলে ৪ গোল করেছেন র্যাশফোর্ড। কাঁধের চোট ভুগিয়েছে, সঙ্গে ফর্ম ও ধারাবাহিকতা নিয়েও ছিল প্রশ্ন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ড জাতীয় দলেও আর জায়গা হয়নি তার। গত মৌসুম অবশ্য দল হিসেবেও ভালো কাটেনি ইউনাইটেডের। অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করে দলটি। নতুন মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্ব থাকছে এরিক টেন হাগের কাঁধে। তার কোচিংয়ে র্যাশফোর্ড নিজেকে নিয়েও দেখছেন নতুন শুরুর স্বপ্ন। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার মেলবোর্ন ভিক্টোরির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইউনাইটেড। তার আগে বৃহম্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন র্যাশফোর্ড। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নিয়ে হতাশার কথা বললেন তিনি। “আমার জন্য এটা নতুন শুরু, যার জন্য আমি উন্মুখ হয়ে আছি। দীর্ঘ বিরতিতে থাকাটা (জাতীয় দলের বাইরে থাকা) মোটেও স্বাভাবিক নয়। এটাই আমার প্রথম বছর, যেখানে শুরু থেকেই (প্রাক-মৌসুম) আমি দলের সঙ্গে আছি।” “স্বাভাবিকের চেয়ে অনেক ভালো অনুভব করছি, যখন আমি জাতীয় দলের সঙ্গে চলে যাই এবং প্রাক-মৌসুম আংশিকভাবে পাই। এটি সতেজতার একটি সুযোগ। আমি আবারও এগিয়ে যেতে প্রস্তুত। আমি সব সময় যা করেছি, তা করার জন্য সুযোগ কাজে লাগিয়েছি এবং পুনরায় মনোযোগ দিচ্ছি।” এ সপ্তাহের শুরুতে ব্যাংককে লিভারপুলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ইউনাইটেড। ৪-০ গোলে জয় পাওয়া সেই ম্যাচটিতে ৪৫ মিনিট খেলেন র্যাশফোর্ড। ইউনাইটেডের ডাগআউটে টেন হাগের সেটাই ছিল প্রথম ম্যাচ। র্যাশফোর্ডের দাবি এরইমধ্যে দলে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছেন টেন হাগ। “প্রথম আড়াই সপ্তাহের ট্রেনিং খুব ভালো হয়েছে। আমরা অনেক উন্নতি করেছি। দল গত মৌসুমের চেয়ে অনেক ফিট। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমি এখন ভালো অবস্থানে আছি। আমি আরও ম্যাচ পেতে এবং মৌসুমের জন্য প্রস্তুত হওয়ার অপেক্ষায় আছি।”
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম