January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 16th, 2022, 8:15 pm

নতুন সিনেমার ঘোষণা দিলেন জ্যোতিকা জ্যোতি

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি গেল বছরে মুক্তি পেয়েছে। নুরুল আলম আতিকের সেই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার জানালেন নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন। ছবিটির নাম ঠিক না হলেও এর নাম ভুমিকায় অভিনয় করবেন জ্যোতি। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বুধবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ ফেসবুকে লিখেছেন, ‘নতুন সিনেমার প্রয়োজনে আমি কাছের মানুষদেরসহ সবার সঙ্গে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন আছি। আমাদের কাজের সুবিধার্থে আমরা চুপচাপ শুধু কাজটা করছি। খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। তবে আমার দর্শকদের জন্য একটু সুখবর দিয়েই রাখি, আমি চলচ্চিত্রটির নাম ভুমিকায় অভিনয় করছি এবং এই সিনেমা আপনাদের হৃদয় ছুঁবে।’ ২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমাতে ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ সিনেমাতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে জ্যোতি অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’।