Monday, January 31st, 2022, 1:56 pm

নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষ, নিহত ৫

চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে মাটিবোঝাই ট্রলারের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার আউয়াল মাঝি (৫০), মোবারক হেসেন (৩৫), জেলার তিতাস উপজেলার নাছির হোসেন (৩২), আলামিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। তারা চাঁদপুরের মৈশাদী ও শাহতলী গ্রামের ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক ছিল।

চাঁদপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, বালুবাহী বাল্কহেড হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সঙ্গে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। পরে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

তিনি জানান, ফায়ার সার্ভিস ডাকাতিয়া আসার আগে স্থানীয়রা এক জনের এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল বাকি চার জনের লাশ উদ্ধার করে।

—ইউএনবি