এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে গেলে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে দীর্ঘ ১৮ দিন ধরে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ আন্দোলনকারীদের।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, “আমরা সকাল থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কোনো উসকানি ছাড়াই পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি।”
তিনি আরও বলেন,“এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এমপিওভুক্তির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”

অন্যদিকে, শাহবাগ থানার পরিদর্শক (প্যাট্রল) বুলবুল আহমেদ বলেন, “শিক্ষকেরা সচিবালয়ের ব্যারিকেডের সামনে অবস্থান নিতে চেয়েছিলেন। আমরা তাঁদের কিছুক্ষণ অবস্থানের অনুমতি দিয়েছিলাম। কিন্তু তাঁরা প্রতিশ্রুতি ভেঙে ব্যারিকেড ভেঙে মন্ত্রণালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।”
দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে আসা নন-এমপিও শিক্ষকরা বেতন–ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেছেন। তাঁদের এক দফা দাবি—সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডির প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য
কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ: মীর স্নিগ্ধ