অনলাইন ডেস্ক :
বিয়ে হওয়া এক নবদম্পতির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার এক বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবেসে বিয়ে’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, সালহা খানম নাদিয়া, শফিক দিলু, শিবলি নোমান, মরু ভাস্কর, মোহাম্মদ রফিক, শুভেচ্ছা রহমান। নাটকটির গল্পে দেখা যাবে, বাবু ও শাপলা নামের নবদম্পতি বাস করেন রাজধানীর একটি বাড়িতে সাবলেট হিসেবে।
সেই বাড়ির বাড়িওয়ালার সঙ্গে তাদের অম্ল-মধুর সম্পর্কের চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। এ ছাড়া তাদের নিজস্ব জীবনের চরম কিছু বাস্তবতা হাস্য-কৌতুকের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকে। অলোক বসুর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন ইমাম হোসাইন। বাংলাদেশ টেলিভিশনে আগামীকাল শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটকটি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব