অনলাইন ডেস্ক :
২৭ ডিসেম্বর (ইউএনবি)- ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের চার জন নারী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার মৃর্ধাকান্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়না বেগম (৫০), রাহেলা বেগম (৪০), সুফিয়া (৩০) এবং মালা বেগম (৪৬)। তারা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গুঙ্গেরপাড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে দোহারে একটি বালুবোঝাই ট্রাক ওই চার নারীকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত