January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 12th, 2025, 8:50 pm

নবায়নযোগ্য জ¦ালানী দিয়ে বিদ্যুতের শতভাগ চাহিদা মেটাতে রংপুরে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত

রংপুর ব্যুরো :
রংপুরে ২০৫০ সালের মধ্যে নবায়নযোগ্য জ¦ালানী ব্যবহার করে বিদ্যুতের শতভাগ চাহিদা মেটাতে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত হয়েছে। বিডব্লিউজিইডি নেওয়ার্কে আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডপস ও ক্লিনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ডপসের প্রধান নির্বাহী উজ্জ্বল চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, মানবাধিকার কর্মী মোশফেকা রাজ্জাক, সাংবাদিক সাব্বির মোস্তফা আরিফ পিয়াল, ফরহাদুজ্জামান ফারুক, এহসানুল হক সুমন, রনজিৎ দাস, এনজিও কর্মী নাজিম উদ্দিন সরকার সুমন, কবির মিয়া, সুবল মুখার্জি, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান, রেদওয়ানুল হকসহ অন্যরা।
মতবিনিময় সভায় জানানো হয়, নবাবয়নযোগ্য জ¦ালানী ব্যবহার করে দেশে মোট বিদ্যুৎ চাহিদার শতকরা ২ ভাগ মেটানো সম্ভব হচ্ছে। রংপুর জেলায় অনেক খাস জমি, নদীর তীরবর্তী ফাঁকা স্থানে সোলার স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এছাড়া পরিকল্পিতভাবে প্রতিটি বহুতল ভবনের ছাদে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা মিটিয়ে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে করে জীবাশ্ম জ¦ালানীর প্রয়োজন কমে যাবে এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। রংপুরের বহুতল ভবনের ছাদে নবায়নযোগ্য জ¦ালানী থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে কাজ করবে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম। সভা শেষে সাংবাদিক সাব্বির মোস্তফা আরিফ পিয়ালকে আহ্বায়ক এবং ডপসের প্রধান নির্বাহী উজ্জ্বল চক্রবর্তীকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।