ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করেছে। এদিকে, আজ (শুক্রবার) সকাল থেকেই ঢাকায় মাঝারি ধরনের বৃষ্টি ধরছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে ৬ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
শহরের সড়কগুলো তুলনামূলক ফাঁকা দেখা গেছে। কয়েক ঘণ্টা ধরে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে। পাশাপাশি শীত ঘনিয়ে আসারও ইঙ্গিত দিচ্ছে।
যারা বের হয়েছেন তাদের ছাতা মাথায় জলাবদ্ধ সড়কে হাটতে দেখা গেছে।
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ আজ সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে বলে আগামী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
এ সময় দিনের তাপমাত্রা ১-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
—-ইউএনবি
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের