অনলাইন ডেস্ক :
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সবাই। নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। শনিবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান মাহিয়া মাহি। মাহিয়া মাহি মনোনয়ন ফরম কিনেছেন চাঁপাইনবাবগঞ্জ ২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের। তা জানিয়ে মাহি বলেন, ‘আমি ফর্ম কিনেছি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। আমার এলাকাবাসী তৃণমূলের মতামত যদি যাচাই করা হয় তাহলে আমি শতভাগ আশাবাদী নমিনেশন ইনশাআল্লাহ আমি পাবো। দলীয় মনোনয়ন আমাকে দেয়া হবে। আর যদি পাই তাহলে আমার এলাকার জন্য কাজ করবো। যেহেতু আমাদের কৃষি এলাকা তাদের ফোকাস করবো আর নারী উন্নয়নে কাজ করবো।’
মাহি আরও বলেন, ‘আর আমি যদি মনোনয়ন না পাই তাহলে আমি পেলে ঠিক যতটুকু কাজ করতাম তার থেকে কোন অংশে কম করবো না। দলকে জিতানোই হচ্ছে মূল লক্ষ্য। আজ সোমবার দুপুর মনোনয়ন ফর্ম জমা দিতে যাবেন বলে জানান এই অভিনেত্রী।’ এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। ১১ বছরে চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও। বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে সক্রিয় হন। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে। অবরোধেও সক্রিয় ছিলেন এই অভিনেত্রী।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত