March 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 6th, 2025, 12:14 am

নয়নতারার আপত্তি যে নাম নিয়ে

 

জনপ্রিয়তার নিরিখে তারকাদের নামের সঙ্গে নানা বিশেষণ জুড়ে যায়। ‘বিগ বি’ থেকে ‘বাদশাহ’— তালিকা দীর্ঘ। দক্ষিণী ভারতের অভিনেত্রী নয়নতারাকে যেমন অনুরাগীরা ‘লেডি সুপারস্টার’ নামে সম্বোধন করতে পছন্দ করেন। তবে এই বিষয়টি নিয়ে এবার আপত্তি জানিয়েছেন নয়নতারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন নয়নতারা।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি জানিয়েছেন, এরপর থেকে তাকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে না ডাকা হয়।

নয়নতারা লেখেন, “আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।”

একই সঙ্গে নয়নতারা জানিয়েছেন, যেকোনও বিশেষণ ভালবাসার বহিঃপ্রকাশ। কিন্তু কখনও-কখনও তা অভিনেতাকে তার কাজ এবং প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে।

নয়নতারা লেখেন, “ভবিষ্যৎ সব সময়েই অনিশ্চিত। কিন্তু তার মাঝেও আমি আপনাদের ভালবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।”

নয়নতারাকে দর্শক এরপর ‘টেস্ট’ ছবিতে দেখবেন। ওটিটির জন্য নির্মিত ছবিটির মুক্তির দিন এখনও প্রকাশ্যে আসেনি। পাশাপাশি একাধিক নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।