ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা । শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনের জনসভায় ঘটনাটি ঘটে।
মৃত বিএনপি নেতার নাম মাহমুদুর রহমান (৬২) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
সমাবেশে যোগদানকারী দলীয় নেতারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের জনসভায় মাহমুদুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ১টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহমুদুরের বড় ভাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ রানা জানান, তার ছোট ভাই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন ও ওষুধ খেতেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি : নাহিদ ইসলাম
নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল
বৃষ্টি ঝরতে পারে টানা কয়েক দিন