বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপি কর্মীদের ওপর গুলি চালাতে দেখা যাওয়া আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা ব্যক্তি আনসার সদস্য বলে শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই আনসার সদস্য ওই দিন পল্টন মডেল থানায় ডিউটিতে ছিলেন।
ড্রেস কোড না রাখার জন্য আনসার সদস্যের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কেন ব্যবস্থা নেব? এমনকি আমি সিভিল পোশাকে দায়িত্ব পালন করি। জীবনকে ঝুঁকিতে ফেলার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তারা যেকোনও ধরনের পোশাক পরতে পারেন।’
এদিকে বুধবার বিএনপির সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় ৫৫৩ বিএনপি কর্মী এবং অজ্ঞাতপরিচয় দুই হাজার ৪০০ জনের বিরুদ্ধে শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন থানায় তিনটি মামলা করেছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচশ’ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে বিএনপি দলীয় কার্যালয়ে বিস্ফোরক রাখা, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে।
সংঘর্ষের পর দলের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা থেকে বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় যাদের নাম এ মামলায় অন্তর্ভুক্ত।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দাবি করেছেন, তাদের দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের হামলায় তাদের দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
আটক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
—-ইউএনবি
আরও পড়ুন
আলোচিত মামলা থেকে খালাস, অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রিমান্ডে
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু