ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জয়শঙ্কর দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।’
তিনি বলেন, তারা আগামী দিনে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদে মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হওয়ায় জয়শঙ্করকে অভিনন্দন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
জয়শঙ্করকে উদ্ধৃত করে হাছান মাহমুদ বলেন, ‘আমরা দুই দেশ এই সম্পর্ককে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি।’
ব্রিফিংয়ে জ্যৈষ্ঠ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
—–ইউএনবি
আরও পড়ুন
যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায়: সালাহউদ্দিন
ভালো নির্বাচন করতে পারাও বড় সংস্কার: মান্না
রানওয়েতে বিমানের যান্ত্রিক ত্রুটি, ২ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত