‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩০ জুলাই) নরসিংদীতে পথসভা ও সমাবেশে অংশ নিবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
দলটির কেন্দ্রীয় নেতারা দুপুরের পর নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় এবং পরে বিকেল ৫টার দিকে পদযাত্রা ও নরসিংদী পৌরসভা চত্ত্বরে পথসভা করবেন।
কর্মসূচিতে অংশ নিতে নরসিংদীতে উপস্থিত থাকবেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, যুগ্ম আহবায়ক সায়োরার তুষার, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলেরর মুখ্য সংগঠকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নোতারা।
আরও পড়ুন
খালেদা জিয়া নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু
বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
নির্বাচনি মাঠে পোস্টার বহাল রাখা এবং জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি