December 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 5:37 pm

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ২০

 

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত মামুন মিয়া স্থানীয় আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।

স্থানীয়রা জানায়, নিলক্ষা এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে স্থানীয় বাজার এলাকায় ফেলু মিয়ার মেয়ের জামাতার সঙ্গে নিহত মামুনের কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পালটা ধাওয়া শুরু হলে মামুনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় মামুনকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অন্যদের মধ্যে মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে একজন নিহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

এনএনবাংলা/