December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 22nd, 2024, 8:59 pm

নরসিংদীতে শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা

হত্যা ও বিস্ফোরণসহ পাঁচটি অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়া মামলায় সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, নরসিংদী সদরের সাংসদ লেফটেন্যান্ট কর্নেল (অব) নজরুল ইসলাম হিরো, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ডিবি প্রধান হারুন অর-রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ ৮১ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার মৃত আবু সিদ্দীক মিয়ার ছেলে আলমাছ মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে হত্যা-বিস্ফোরণসহ কয়েকটি অভিযোগ এনে মামলাটি করেন।

বিষয়টি আমলে নিয়ে সদর থানায় মামলা গ্রহণের নির্দেশ দেন নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদ মিয়াজী।

এই মামলায় নরসিংদী জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি রয়েছেন।

নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সদর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’

—–ইউএনবি