April 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 21st, 2023, 7:52 pm

নরেন্দ্র মোদির চরিত্রে অমিতাভ

অনলাইন ডেস্ক :

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমার প্রযোজক প্রেরণা আরোরা। জুম টিভি এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান এই প্রযোজক। নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণের বিষয়ে প্রেরণা আরোরা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছি। তিনি ভারতের সুদর্শন, সবচেয়ে দক্ষ একজন মানুষ। আমি ভাবতেই পারি না, মোদিজির চেয়ে বড় কোনো হিরো আছেন।’

নরেন্দ্র মোদির চরিত্রে কে অভিনয় করবেন? এ প্রশ্নের উত্তরে প্রেরণা বলেন- ‘মোদিজির চরিত্রের জন্য একজনই উপযুক্ত, তিনি হলেন অমিতাভ বচ্চন।’ তবে এ বিষয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে কিনা, তা অবশ্য জানাননি। এটি কে পরিচালনা করবেন আর কে কে অভিনয় করবেন, কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি প্রেরণা।