বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি পা হারিয়েছেন।
আহত বেলাল (৩৮) কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম জানান, বুধবার সকাল ৭টার দিকে বেলাল তার গরু ফিরিয়ে আনতে সীমান্তের ওপারে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নিয়ে যায় বলে নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান মো. শফিউল্লাহ জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা যুগিয়েছিল: অধ্যাপক ইউনূস
শেখ হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি
ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা, কাউকে ঢুকতে দেওয়া হবে না