অনলাইন ডেস্ক :
নাইজেরিয়ার তেল উৎপাদনকারী দক্ষিণ ডেল্টা রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। শনিবার নাইজেরিয়ান সেনাবাহিনীর এক মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। খবর রয়টার্সের। ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ এক বিবৃতিতে বলেন, দাঙ্গা থামাতে একটি সেনাদল পাঠানো হয়েছিল। কিন্তু সংঘর্ষ তো থামেই নি, বরং বিক্ষুব্ধরা সেনাদের ওপর চড়াও হয়। দাঙ্গাবাজদের হামলায় সেনাদলটির কমান্ডিং অফিসার, দুই মেজর, এক ক্যাপ্টেনসহ ১২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন গুসাউ।
গুসাউ বলেন, হামলার পিছনে কারা দায়ী এবং কেন সংঘর্ষ শুরু হয়েছিল, তা তদন্তের নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনীর প্রধান। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি। এবং তদন্ত চালাতে এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ডেল্টা রাজ্যের সম্প্রদায়গুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এসব সংঘর্ষ কখনও কখনও প্রাণঘাতী রূপ নেয়।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম