October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 1:30 pm

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, শতাধিক শ্রমিকের মৃত্যু আশঙ্কা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধস নেমে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার মারু জেলার কাদাউরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যখন খনিটির ভেতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ধসে পড়া খনির নিচে অসংখ্য শ্রমিক আটকা পড়ে যান।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশ নেন। উদ্ধারকারী দলের সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

খনি থেকে জীবিত ফিরে আসা শ্রমিক ইসা সানি বলেন, “আমরা যারা বেরিয়ে আসতে পেরেছি, তারা ভাগ্যবান। কিন্তু ভেতরে এখনও শতাধিক শ্রমিকের মরদেহ রয়ে গেছে।”

জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানান, দুর্ঘটনাকবলিত খনিটিতে শ্রমিকদের জন্য কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ বিষয়ে পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

 

এনএনবাংলা/