January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 25th, 2023, 7:58 pm

নাইজেরিয়ায় হামলায় নিহত ১৬

অনলাইন ডেস্ক :

উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি হামলায় ১৬ জন নিহত হয়েছে। তবে কি কারণে এ হামলা হয়েছে এবং কারা এ ঘটনার জন্য দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অঞ্চলটিতে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষ সংগঠিত হয়। গত রোববার সেনাবাহিনীর ক্যাপ্টেন ওয়া জেমস এএফপি’কে জানান, মালভূমি রাজ্যের মুশু গ্রামে শনিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। হামলা সংগঠিত হওয়া গ্রামের বাসিন্দা মার্কুস আমরোডু এএফপিকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জোরে গুলির শব্দ হল। হামলার পর লোকেরা লুকিয়েছিল। কিন্তু হামলাকারীরা আমাদের অনেককে ধরে ফেলে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।’

নাইজেরিয়ার বেশিরভাগ মুসলমান উত্তরাঞ্চলে ও খ্রিস্টানরা প্রধানত দক্ষিণাঞ্চলে বাস করে। এই দুই অঞ্চলের মধ্যে বিভাজন রেখা রয়েছে। বছরের পর বছর ধরে উভয়পক্ষের মধ্যে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছে। রাজ্যেটির গভর্নর কালেব মুতফওয়াং এ হামলাকে ‘বর্বরোচিত, নৃশংস এবং অযাচিত’ বলে নিন্দা করে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তার মুখপাত্র গিয়াং বেরে সাংবাদিকদের জানিয়েছেন। বেরে গভর্নরকে উদ্ধৃত করে আরও বলেন, ‘নিরপরাধ নাগরিকদের ওপর চলমান হামলা রোধে সরকার সক্রিয় পদক্ষেপ নেবে।’