অনলাইন ডেস্ক :
নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের এক মেডিক্যাল সেন্টার থেকে রোববার আট কর্মীকে অপহরণ করা হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। তবে স্থানীয়রা বলছে, অপহৃত লোকের সংখ্যা আরো বেশি।
স্থানীয় পুলিশের মুখপাত্র মোহাম্মদ জালিগ জানান, অজ্ঞাত বেশ কিছু বন্দুকধারী কাদুনা রাজ্যের একটি মেডিক্যাল সেন্টারে হামলা চালায়। এ সময় পুলিশের সাথে তাদের তুমুল সংঘর্ষ হয় এবং বন্দুকধারীরা আটজনকে অপহরণ করে। পুলিশ ধারনা করছে মুক্তিপণের জন্য তাদের অপহরণ করা হয়েছে।
কিন্তু স্থানীয় বিভিন্ন সূত্র বলছে, ১৫ জনকে অপহরণ করা হয়েছে।
অপরাধী চক্র- যাদের কর্তৃপক্ষ ‘ডাকাত’ হিসেবে বিবেচনা কওে,তারা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপকভাবে সক্রিয়। তারা গ্রামে হামলা চালিয়ে গরু-বাছুর চুরি এবং মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ করে।
আরও পড়ুন
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য