January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 22nd, 2023, 8:11 pm

নাঈমের সেঞ্চুরি, জয় পেল খুলনা-রংপুর-রাজশাহী

অনলাইন ডেস্ক :

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের শেষ দিন জমে ওঠা তিন ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগ। বড় লক্ষ্যে মোহাম্মদ নাঈম শেখ সেঞ্চুরি করলেও জিততে পারেননি ঢাকা মেট্রো। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে মেট্রোকে ৬৫ রানে হারিয়েছে রংপুর। দুই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম জয় এটি। মেট্রো পেয়েছে প্রথম হারের স্বাদ। ৪১১ রানের বিশাল লক্ষ্যে শেষ দিন ৮ উইকেট হাতে ২৩৫ রান করতে হতো মেট্রোর। নাঈমের সেঞ্চুরি ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় ৩৪৫ রানে গুটিয়ে যায় সাদমান ইসলামের নেতৃত্বাধীন দল।

আগের দিন ৯৬ রানে অপরাজিত থাকা নাঈম রোববার চতুর্থ ওভারে বাউন্ডারি মেরে পূর্ণ করেন সেঞ্চুরি। তবে এরপর বেশি দূর যেতে পারেননি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় শতক ছোঁয়া ইনিংসে ১৩ চার ও ৪ ছক্কায় করেন ১২০ রান। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৪৫ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রংপুর বিভাগের নবিন ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ১১৯
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৭৩
রংপুর ২য় ইনিংস: ৪৬৪
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ৪১১) (আগের দিন ১৭৬/২) ৭৮.১ ওভারে ৩৪৫ (নাঈম শেখ ১২০, নাঈম ইসলাম ২৪, মার্শাল ০, আল আমিন ২৪, জাহিদুজ্জামান ৩৯, আবু হায়দার ৩২, শহিদুল ২২, আরিফুল ০, মানিক ০*; রবিউল ১৪-০-৬৪-২, শাহিন ১১-১-৪৭-০, গালিব ১৮-২-৯৯-৩, আবদুল গাফফার ১৫.১-৩-৬৩-৩, নবিন ১১-৩-২৭-২, নিহাদউজ্জামান ৯-১-২৮-২)
ফল: রংপুর বিভাগ ৬৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নবিন ইসলাম (রংপুর)

আফিফের দৃঢ়তায় ১ উইকেটে জিতল খুলনা
হাসান মুরাদের বাঁহাতি স্পিন সামলে চট্টগ্রামকে ১ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ। এক প্রান্ত ধরে রেখে ৩৪ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আফিফ হোসেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ¯্রফে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন মুরাদ। ২৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ১১তম ৫ উইকেট। মুরাদের সৌজন্যেই মূলত ¯্রফে ১৩৩ রানের লক্ষ্য দিয়েও জয়ের সম্ভাবনা জাগায় চট্টগ্রাম। ম্যাচের শেষ দিন তিন বলের মধ্যে ২ উইকেট নিয়ে লড়াই জমিয়ে তোলেন ২২ বছর বয়সী স্পিনার। তবে শেষ পর্যন্ত আফিফের ৩ চার ও ১ ছক্কার ইনিংসে জেতে খুলনা। দুই ম্যাচে খুলনার দ্বিতীয় জয় এটি। চট্টগ্রাম পেল প্রথম পরাজয়। প্রথম ইনিংসে ১১০ রানের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এনামুল হক।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৪২
খুলনা ১ম ইনিংস: ২৮৫
চট্টগ্রাম ২য় ইনিংস: ১৭৫
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৩) (আগের দিন ১০২/৬) ৪২.১ ওভারে ১৩৬/৯ (আফিফ ৩৪*, জিয়া ৮, আকাশ ৫, হালিম ০, আল আমিন ১*; ফাহাদ ৫-১-১৭-১, নাঈম ১১-২-২৬-০, ইয়াসিন ৪-০-১১-০, এনামুল ১১-০-৪৫-২, সৈকত ২-০-৬-০, মুরাদ ৯.১-৩-২১-৬)
ফল: খুলনা বিভাগ ১ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: এনামুল হক (খুলনা)

বরিশালকে ৯ রানে হারাল রাজশাহী
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচের শেষ দিন ৪ উইকেট হাতে নিয়ে বাকি থাকা ৫৮ রান করতে পারেনি বরিশাল। দারুণ বোলিংয়ে ৯ রানের জয় পেয়েছে স্বাগতিক রাজশাহী। ১৬৯ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১১ রান করে বরিশাল। রোববার আর ৪৮ রান করতেই বাকি সব উইকেট হারায় তারা। আগের দিন ৫৬ রানে অপরাজিত থাকা ইফতিখার হোসেন ৬০ রান করে আউট হন। শামসুল ইসলাম খেলেন ২২ রানের ইনিংস। এরপর শেষের ব্যাটসম্যানরা চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। রাজশাহীর এটি প্রথম জয়। বরিশাল হারল দুই ম্যাচেই।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ২০৯
বরিশাল ১ম ইনিংস: ২৩৩
রাজশাহী ২য় ইনিংস: ১৯২
বরিশাল ২য় ইনিংস: (লক্ষ্য ১৬৯) (আগের দিন ১১১/৬) ৬১.৩ ওভারে ১৫৯ (ইফতেখার ৬০, শামসুল ২২, কামরুল ১১, তানভির ১০, রুয়েল ১*; রানা ১৪.৩-৪-৩৩-৩, তাইজুল ২৭-৭-৫৫-৪, মোহর ১০-২-২৭-২, সানজামুল ৭-০-২২-১, সাব্বির ২-০-৭-০, মেহেরব ১-০-১০-০)
ফল: রাজশাহী ৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তাইজুল ইসলাম (রাজশাহী)