November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 7:45 pm

নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন না পেয়ে রেলপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

 

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি থেকে আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ায় দলটির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছেন।

বুধবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার রেলপথে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করেন। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। রেলপথ অবরোধের কারণে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশনে আটকা পড়ে।

অবরোধকারী নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, নাঙ্গলকোটে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া গফুর ভূঁইয়া আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হাজারো বিএনপি নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়ে ঘরছাড়া হয়েছেন, অথচ গফুর ভূঁইয়া তখন নিশ্চিন্তে সময় কাটিয়েছেন।

তাদের দাবি, গফুর ভূঁইয়া সন্ত্রাসী প্রকৃতির রাজনীতিক। সম্প্রতি তার একটি কল রেকর্ড ভাইরাল হয়, যেখানে তিনি কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে ‘কলিজা খুলে ফেলার’ হুমকি দেন এবং জেলা প্রশাসককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন, “একজন মানুষ কতটা জঘন্য হলে এমন আচরণ করতে পারেন! অথচ শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি তাকেই মনোনয়ন দিয়েছে। আমরা এমন সন্ত্রাসী প্রার্থীকে মেনে নেব না।

এনএনবাংলা/