অনলাইন ডেস্ক :
ইরানে রাস্তায় নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় এক দম্পতিকে ১০ বছরের কারাদ- দিয়েছেন ইরানের আদালত। রাস্তায় প্রকাশ্যে নাচানাচি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করায় তাদের এমন কঠোর শাস্তি দিয়েছেন দেশটির আদালত। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, আমির মোহাম্মদ আহমাদী (২২) এবং আস্তিয়াজ হাকিকি (২১) নামের ওই দম্পতিকে দুর্নীতি, পতিতাবৃত্তি এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রকাশিত ওই নাচের ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের আজাদি টাওয়ারের সামনে একে-অপরকে জড়িয়ে ধরে নাচছেন তারা। ২০২২ সালের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হাতে এক কুর্দি তরুণী নিহত হওয়ার পর পুরো ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে যুক্ত হয়েছে এমন ব্যক্তিদের কঠোর শাস্তি দিচ্ছে ইরান। যদিও এই দম্পতির নাচ ইরানে চলমান বিক্ষোভের সঙ্গে যুক্ত নয়। কিন্তু ইরান সরকার এসব বিষয়ে এখন কঠোর অবস্থান নিয়েছে।একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ইনস্টাগ্রামে তাদের সম্মিলিত ফলোয়ার প্রায় দুই মিলিয়ন। সাজাপ্রাপ্ত তরুণী হাকিকিকে আটক করার আগে তার বাড়িতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। যদি এই প্রেমিক যুগলের শাস্তি উচ্চ আদালতেও বহাল থাকে, তবে তাদের প্রায় ১০ বছর জেলে কাটাতে হবে। এ ছাড়া ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রেমিক যুগলকে দুই বছরের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে। তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। সূত্র : বিবিসি
আরও পড়ুন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই, একদিনে নিহত ৫৮