January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 3rd, 2022, 1:19 pm

নাচোলে আ’লীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একই সময়ে, একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সোমবার সকাল ১০টায় নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের এবং পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, এই দুই পক্ষ নাচোল বাসস্ট্যান্ডে সমাবেশ ডাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এসময়ে নাচোল বাসস্ট্যান্ড ও এর আশপাশে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালুর পক্ষ উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নারী ঘটিত বিষয়ের প্রতিবাদে নাচোল বাসস্ট্যান্ডে সোমবারের ওই মানববন্ধনের ঘোষণা দেয়।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের পক্ষ থেকে একই দিনে একই স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সমাবেশের ডাক দেয়।

—ইউএনবি