May 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 8th, 2025, 2:41 pm

নাজমুলের পর টি–টুয়েন্টি অধিনায়ক কি তবে লিটন

লিটন দাস

খেলা ডেস্ক:
তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনে বিরাট আয়োজন। প্রায় এক দশক কাগজে–কলমে কয়েকটি দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট এবার হচ্ছে ৬০ দল নিয়ে। এর উদ্বোধনে হাজির হন নাজমুল হোসেন—৬০ দলের অধিনায়ককে ‘সততা’র শপথবাক্যও পাঠ করান তিনি। এখনো নাজমুলের পরিচয় তিনি জাতীয় দলের অধিনায়ক। কদিন আগে চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন।

কিন্তু তাঁকে আর টি–টুয়েন্টি অধিনায়ক হিসেবে দেখা যাবে না। নিজের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন নাজমুল। এখন তাই অবধারিতভাবেই নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। কে হবেন নতুন টি–টুয়েন্টি অধিনায়ক?

আজ মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদের উত্তর, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু–একজন টি–টুয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্বে)।’

সাম্প্রতিক সময়ে টি–টুয়েন্টিতে অধিনায়কত্ব করা ক্রিকেটার লিটন দাস। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি–টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালে সাকিব আল হাসানের কাছ থেকে অধিনায়কত্ব নেন নাজমুল। এরপর কেবল লিটনই অধিনায়কত্ব করেছেন। বিসিবি সভাপতির কথা অনুযায়ী তাই নেতৃত্বের দৌড়ে লিটনের পাল্লাই ভারী।

টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা বোর্ডকে জানিয়েছেন নাজমুলটি–টুয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা বোর্ডকে জানিয়েছেন নাজমুল

বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে দিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাকের ক্রিকেটকে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গও ঘুরেফিরে আসছে। নতুন করে কি এখন সাজানো হবে দল?

উত্তরে ফারুক বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারেনি নাজমুলের বাংলাদেশচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারেনি নাজমুলের বাংলাদেশ রয়টার্স

অবসরে যাওয়া মুশফিককে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশংসায় ভাসিয়েছেন ফারুক আহমেদ। আজও তাঁকে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পথে ‘নাবিক’ বলেছেন বিসিবি সভাপতি। মুশফিককে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে—এমনও জানিয়েছেন বিসিবি সভাপতি।