অনলাইন ডেস্ক :
এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় আল নাসর। গত মঙ্গলবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে সৌদি আরবের ক্লাবটি। কাতারের ক্লাব আল দুহাইলকে হারিয়েছে ৪-৩ গোলে। জোড়া গোল করে আলো ছড়িয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ঘরের মাঠে ২৫ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ছড়িয়েছে রোমাঞ্চ। আল নাসরের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে দুহাইল। যদিও ৫৬ মিনিটে সাদিও মানে স্কোরশিটে নাম তুলে নাসরের ব্যবধান বাড়ান।
এরপর ৬১ মিনিট ব্যবধান ৩-০ করেন রোনালদো। তিন গোলে পিছিয়ে পড়ার পর হুশ ফেরে সফরকারিদের। ৬৩ মিনিটে মোহাম্মদ এবং ৬৭ মিনিটে আলীর গোলে দারুণভাবে ম্যাচে ফেরে দুহাইল। তবে ৮১ মিনিটে রোনালদো আবারো বল জালে পাঠালে জয়ের পথে থাকে নাসর। ৮৭ মিনিটে ওলুঙ্গার গোল দুহাইলের শুধু ব্যবধানই কমিয়েছে। ‘ই’ গ্রুপে ৩ ম্যাচে ৩ জয়ে শীর্ষে আল নাসর। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পারসেপোলিস। ১ পয়েন্ট করে পরের দুই অবস্থানে দুহাইল ও ইস্তিকলোল।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম