November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 21st, 2025, 9:55 pm

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

 

সুপার ওভারে শক্তিশালী ভারতকে হারিয়ে আজ এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে ভারতও। এরপর সুপার ওভারে জয় পায় বাংলাদেশ। খবর বাসস- এর।

দোহাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। ২৬ বলে ৪৩ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। জুটিতে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৬ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান।

এরপর দলের রানের চাকা সচল রেখে ৩২ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন সোহান। ১৬তম ওভারে দলীয় ১২৬ রানে আউট হওয়ার আগে ৩ বাউন্ডারি ৫ ওভার বাউন্ডারিতে ৪৬ বলে ৬৫ রান করেন সোহান।

সোহান ফেরার পর ডেথ ওভারে ব্যাট হাতে ঝড় তুলেছেন এসএম মেহরব ও ইয়াসির আলি। চার-ছক্কার বন্যায় শেষ ২২ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

১টি চার ও ৬টি ছক্কার ১৮ বলে অপরাজিত ৪৮ রান করেন মেহেরব। ৯ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানের অনবদ্য ইনিংস সাজান ইয়াসির।

জবাবে ২২ বলে ৫৩ রানের সূচনা পায় ভারত। দুই ওপেনার বৈভব সুরিয়াবংশি ১৫ বলে ৩৮ ও প্রিয়ানশা আইয়ার ২৩ বলে ৪৪ রানে আউট হন। এরপর মিডল অর্ডারে অধিনায়ক জিতেশ শর্মার ২৩ বলে ৩৩, নেহাল ওয়েদারার ২৯ বলে ৩২ রানের সুবাদে জয়ের লড়াইয়ে টিকে থাকে ভারত।

শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার পড়ে ভারতের। স্পিনার রাকিবুল হাসানের করা শেষ ওভারের শেষ বলে জয়ের সমীকরণ ৪ রানে নামিয়ে আনে ভারত। শেষ বল থেকে ৩ রান নিয়ে ম্যাচ টাই করে ভারত। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে কোনো রান না তুলেই ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ভারত। ২ উইকেটই শিকার করেন পেসার রিপন মন্ডল।

জবাবে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরের ডেলিভারিতে ওয়াইড থেকে ১ রান এলে ম্যাচ জিতে বাংলাদেশ।

আগামী ২৩ নভেম্বর পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার বিজয়ী দলেল বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ। আজ রাতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস ও শ্রীলংকা ‘এ’।

এনএনবাংলা/