December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 19th, 2023, 7:46 pm

নাটকে নিষিদ্ধ হলেন জেবা

অনলাইন ডেস্ক :

ছোটপর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাত নিয়মিত নাটকে অভিনয় করছেন। অসহযোগিতা ও অসদাচরণের কারণ দেখিয়ে এই অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সংগঠনটির এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, পেশাগত কাজের ক্ষেত্রে আপনার (জেবা জান্নাত) অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সব সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের সকল প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় টিকটকের মাধ্যমে নেটিজেনদের নজর কাড়েন জেবা। জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে প্রথমবার দেখা যায় এই অভিনেত্রীকে। এর পরই টেলিভিশন নাটকে নিয়মিত হন তিনি। ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন জেবা জান্নাত।