ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপ পরস্পরের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া, থানা মোড়সহ বিভিন্ন স্থানে পরস্পরের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারির গ্রুপ।
এদিকে বিকালে উপজেলার জোনাইল বাজারে একই সময় উভয় গ্রুপ পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা তৈরি হয়েছে।
এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও নজরদারিতে রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে এমপি এলাকায় এলে তার গাড়ি পুড়িয়ে দিতে নিজ সমর্থকদের নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারি। এরপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
–ইউএনবি
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর