January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 16th, 2024, 7:30 pm

নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাবু ও সুমন নামে ২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম।

এর আগে আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ারের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেন।

এদিকে গুরুতর আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত মধ্যরাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

জানা গেছে, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা জমা দেন দেলোয়ার। এরপরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন ও তার সহযোগীরা।

কয়েক ঘণ্টার নির্যাতন শেষে সন্ধ্যায় তাকে তার বাড়ির সামনে ফেলে রেখে যান তারা।

এদিকে, উপজেলায় চেয়ারম্যান পদে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

—–ইউএনবি