নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের পিটুনিতে আহত ছাত্রলীগ নেতা জীবন মারা গেছেন। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত জামিউল ইসলাম জীবন (২২) উপজেলার ফরহাদ হোসেনের ছেলে। তিনি নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুক লাইভে দুর্নীতির অভিযোগ তোলায় জামিউল ইসলাম জীবন এবং তার বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
এরপর তাদের নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জীবনের অবস্থার অবনতি হলে তাকে আইসিউইতে নেয়া হয়। আজ দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি

আরও পড়ুন
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল