November 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 8:18 pm

নাটোরে  জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নাটোর প্রতিনিধি

জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং   জাতীয়  নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নাটোরে  জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে কেন্দ্রীয় মসজিদের  সামনে এক প্রতিবাদ সমাবেশে ইসলামী আটটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন ।

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ ডাক্তার মীর নুরুল ইসলাম, নাটোর সদর-২ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, ইসলামী আন্দোলনের নাটোর ২ আসনের এমপি প্রার্থী মাওলা মোহাম্মদ আলী সিদ্দিকী, নাটোর-২ সিংড়া আসনের  ইসলামী আন্দোল এর মনোনীত প্রার্থী  খলিলুর রহমান,নাটোর শহর শাখার আমির রাশেদুল ইসলাম পৌর জামাতের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ইসলামী শ্রমিক আন্দেলনের সভাপতি ক্বারী মোকবুল হোসেন । এতে আটটি ইসলামী দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, এদেশের পি আার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

উল্লেখ্য

আন্দোলনরত বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এ আটটি ইসলামি দল অংশ নেয়।

জামায়াতসহ এসব রাজনৈতিক দল কয়েক মাস ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে। আট দলীয় জোটের পাঁচ দফা দাবি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ,পূর্ববর্তী সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার’ দৃশ্যমান করা, ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।