নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রিন বোঝাই ট্রাকের চাপায় দিদারুল ইসলাম (৫০) নামে নাটোর প্রাণ এ্যাগ্রো কোম্পানিতে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক রবিউল ইসলাম ও সহকারী নাজমুল হোসেনকে আটক করা হয়েছে।
নিহত দিদারুল ইসলাম নাটোর সদর উপজেলার হাড়িগাছা গ্রামের বাসিন্দা হাজ্বীনুর মোহাম্মাদ এর ছেলে এবং তিনি নাটোর প্রাণ কোম্পানির ষ্টোরে জুনিয়র এক্্িরকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। এবিষয় নিশ্চি করেছেন, পবা হাইওয়ে থানার ওসি মোজা¤েমল হক ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে তার কর্মস্থল প্রাণ এ্যাগ্রো কোম্পানিতে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেরে আসা রাজশাহী গামী ট্রিন বোঝাই একটি ট্রাক নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে দিদারকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এসময় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অববোধ করে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে। পরে প্রশাসনের অনুরোধ তা সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবিষয় রাজশাহী পোবা হাইওয়ে থানার ওসি মোজাম্মল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে ট্রাকসহ চালক রবিউল ইসলাম ও সহকারী নাজমুল হোসেনকে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে প্রাণ কো¤পণীর গেটে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত